আমি আর আমার মুঠোফোন…
আমি বেশ কিছুদিন আগে থেকেই এই নিত্য প্রয়োজনীয় জিনিসটি ব্যবহার করে আসছি… বলা যেতে পারে আমি এই মোবাইল ছাড়া এক মুহূর্ত ও চলতে পারি না…
আমার বেশ কিছু বাজে অভ্যাস আছে তার মধ্যে এই মোবাইলের প্রতি দুর্বলতাটা আমার একটু বেশীই… আগে তো কোন প্যাকেজ দিলেই সেইটা আমি কিনতাম… আমার সংগ্রহে যে কয়টা সীম আছে!!! :-S এখন অবশ্য সেটা করি না… তবে এখন যা করি তা মনে হয় আরও বেশী খারাপ… তা হল সুন্দর নাম্বারের লাইন কিনা!!! আমি অবশ্য ঠিক করেছি আর নাম্বার কিনব না… কারন আমার এখনকার যেই দুইটা নাম্বার আছে তার চেয়ে আর মনে হয় সুন্দর নাম্বার আর আমার পক্ষে যোগাড় করা সম্ভব হবে না!!!
আমি মূলত দুইটা নাম্বার ব্যবহার করি একটা গ্রামীন ফোন (অফিসের জন্য আর ইন্টারনেট, এটা দিয়ে আমি তেমন কল করিই না বলে চলে… যা কল চার্জ!!!) আরেকটা হলো এয়ারটেল… এটা দিয়েই আমি আমার প্রায় সব দরকারি এবং অদরকারি ফোন করি… আর এটা পোষ্ট পেইড হবার কারনে এফ, এন, এফ ও অনেক! ১৫টা এফ, এন, এফ, কাকে রেখে যে কাকে করবো সেটাই বুঝে পাই না!!! :পি
এখন আমি আমি আমার মোবাইলের ব্যবহার কমানোর দিকে নজর দিয়েছি… গত কয়েক মাস ধরে আমার বিল বেশ কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছি এবং তা হচ্ছে…
আমার বেশ কিছু বাজে অভ্যাস আছে তার মধ্যে এই মোবাইলের প্রতি দুর্বলতাটা আমার একটু বেশীই… আগে তো কোন প্যাকেজ দিলেই সেইটা আমি কিনতাম… আমার সংগ্রহে যে কয়টা সীম আছে!!! :-S এখন অবশ্য সেটা করি না… তবে এখন যা করি তা মনে হয় আরও বেশী খারাপ… তা হল সুন্দর নাম্বারের লাইন কিনা!!! আমি অবশ্য ঠিক করেছি আর নাম্বার কিনব না… কারন আমার এখনকার যেই দুইটা নাম্বার আছে তার চেয়ে আর মনে হয় সুন্দর নাম্বার আর আমার পক্ষে যোগাড় করা সম্ভব হবে না!!!
আমি মূলত দুইটা নাম্বার ব্যবহার করি একটা গ্রামীন ফোন (অফিসের জন্য আর ইন্টারনেট, এটা দিয়ে আমি তেমন কল করিই না বলে চলে… যা কল চার্জ!!!) আরেকটা হলো এয়ারটেল… এটা দিয়েই আমি আমার প্রায় সব দরকারি এবং অদরকারি ফোন করি… আর এটা পোষ্ট পেইড হবার কারনে এফ, এন, এফ ও অনেক! ১৫টা এফ, এন, এফ, কাকে রেখে যে কাকে করবো সেটাই বুঝে পাই না!!! :পি
এখন আমি আমি আমার মোবাইলের ব্যবহার কমানোর দিকে নজর দিয়েছি… গত কয়েক মাস ধরে আমার বিল বেশ কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছি এবং তা হচ্ছে…
![]() |
Feb’11 of my airtel connection |
আমার গত মাসের কল বিশ্লেষন করলেই তা দেখা যাবে!!! আমি সবচেয়ে বেশী কল করেছি আমার মা কে তা মাত্র ৫২বার আর এর আগের মাসে অবশ্য আরেকটু বেশীই করেছিলাম তা ছিল ৭৪বার!!! 😀 আর সবচেয়ে বেশীক্ষন কথা হয়েছে জামির সাথে (আমার এক্সকলিগ কিন্তু বন্ধুর চেয়ে বেশী)… আগে অবশ্য আরও বেশী কথা হতো… আমি আমার এয়ারটেল লাইন নিয়ে খুবই খুশী এর বিশেষ কারন হলো কল রেট ও পালসের সুবিধা…
আজকে আমার মোবাইল বিলটা মেইলে আসার পরেই মনে হলো কিছু লিখি তাই লিখে ফেললাম মনে হয় অনেক কিছুই… ঐ যে বলে না অলস মস্তিষ্ক… থাক আর কিছু না বলি…
Categories: Timepass
airtel, airtel mobile, মোবাইল, cell, gp, grameenphone, personal, phone
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback