Archive
Archive for the ‘Song’ Category
ভোরের শিশির – এলিটা ও মাহাদী
February 14, 2012
Leave a comment
আচ্ছা কখনো এমন যদি হয়. তুমি আছ আমি নেই, কি কি করবে তুমি?
আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোনদিন মুছে যাই|| তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও… কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে
ব্যাথা ভরা শুন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে|| নিঁকষ আঁধারে… আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে
আমি এই পৃথিবী হতে যদি কোনদিন মুছে যাই|| তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও… কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে
ব্যাথা ভরা শুন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে|| নিঁকষ আঁধারে… আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও…
আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে…
চলে যাব দূরে তোমার কাছে…
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও…
Categories: Song
Adit, এলিটা, এলিটা ও মাহাদী, ভোর, ভোরের শিশির, মাহাদী, শিশির, bangla song, Bhorer Shishir【Lyrics】, Elita, lyrics, Mahadi
সহজ মানুষ – লালনগীতি
January 8, 2012
Leave a comment
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।।
ভজ মানুষের চরণ দু’টি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে।।
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে।।
আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশোনা
লালন কয় এই ভুবনে।।
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।।
ভজ মানুষের চরণ দু’টি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে।।
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে।।
আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশোনা
লালন কয় এই ভুবনে।।