Archive
অ্যামাজন অ্যাপ VS গুগল প্লে
আমার অ্যামাজন অ্যাপ স্টোরের $২৫ এর কয়েন আজকে শেষ হয়ে গেল গত বছরের একটা একটা ডিলে পাওয়া যদিও! বেশ কিছু কাজের অ্যাপ আর অনেক গুলা অকাজের অ্যাপ! তবে শেষ ভালো যার সব ভালো তার! আজকের এই অ্যাপটা আমি অ্যামাজন না পেলে অবশ্য গুগল প্লে স্টোর থেকে কিনতাম!
যারা অ্যাপ কিনে ব্যবহার করতে আগ্রহী তাদেরকে আমি গুগল প্লে স্টোর ব্যবহার করার কথা বলব, কেননা বেশির ভাগ অ্যাপ ডেভলাপারই গুগল প্লে স্টোরকে প্রাধান্য দেয় আর আপডেট হয় খুবই রেগুলার! অনেক ক্ষেত্রে অ্যামাজনের অনেক অ্যাপ এর কোন আপডেটই আশে না আর আসলে অনেক অনেক দেরি করে! তাই যদি পয়সা খরচ যদি করতেই হয় তবে গুগল প্লে স্টোরে কিনা ভালো আর যদি ফ্রিতে খাইতে চান তাইলে অ্যামাজন ব্যবহার করতে পারেন কেননা প্রতি দিন একটা পেইড ফ্রী, যদিও ঐ অ্যাপ এর মান/কার্যকারিতা/উপযোগিতা নিয়ে আমার সংশয় আছে! তবে মাঝে মধ্যে ভালো কিছু ডিল পাওয়া যায়!!!
তবে আমরা কজনই বা অ্যাপ কিনে ব্যবহার করি!!!
অকৃত্রিম ভালবাসার জয়…
একবার কাজীর কাছে এক ছোট বাচ্চা নিয়ে হাজির হলো দুই মহিলা। দুইজনেই দাবী করছে বাচ্চা তার, সেই আসল মা। কাজী পড়লেন বিপদে তিনি কিভাবে নির্ধারণ করবেন কে আসল মা। শেষে এক বুদ্ধি আটলেন। ডাকলেন জল্লাদকে। বললেন বাচ্চাটাকে দু’ভাগ করে দুই মহিলাকে দিয়ে দিতে। এই কথা শুনে এক মহিলা যুকরে কেঁদে উঠলেন। আর্তনাদ করে বললেন তার বাচ্চা লাগবে না। ঐ মহিলাই বাচ্চাটা নিক, তবুও বাচ্চাটা বেঁচে থাক। কাজী বুঝলেন এই হলো আসল মা।
লেখক হুমায়ূন আহমেদ এর দাফন নিয়ে যে বেহুদা নাটক হলো তার বর্তমান স্ত্রী শাওন আর আগের ঘরের সন্তানদের মাঝে এবং শেষ পর্যন্ত শাওনের ইচ্ছারই জয় হলো – আমরা বেহুদা পাবলিক কিন্তু বুঝতে পারলাম কে বা কারা তার আসল সুহৃদ।
নোভা, শিলা, বিপাশা আর নূহাস – জয় তোমাদেরই হয়েছে – অকৃত্রিম ভালবাসার জয়।।।
–collected
বিশ্ব নারী দিবসে কিছু কথা…
আজকে বিশ্ব নারী দিবস!!! সকল নারীদের প্রতি শ্রদ্ধা… কিন্তু নারী আর পুরুষ যদি সমানই হয় তাইলে পুরুষ দিবস কবে??? বলতে পারেন কি কোন সহৃদয়বান??? কেন এই ভিন্নতা!!! নাকি বাকি ৩৬৪ দিনই পুরুষ দিবস!!! :-S এটা কি পুরুষ শাসিত সমাজের নারীদের প্রতি সামান্য সমবেদনা নাকি তাদের কে একটু খুসি করার চেষ্টা!!!
আপনারা যে যাই বলুন না কেন, আমি সকল ধরনের “দিবসের” বিপক্ষে… হউক সে ভালবাসা দিবস, মা দিবস কিংবা বাবা দিবস!!! এই গুলো আসলে বহুজাতিক কিছু প্রতিষ্ঠানের বানিজ্য নির্ভর পরিকল্পনা যাতে তাদের কিছু লাভ হয় আর কি!!! এটা আমার নিছকই ব্যক্তিগত মতামত…