সহজ মানুষ – লালনগীতি
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।।
ভজ মানুষের চরণ দু’টি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে।।
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে।।
আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশোনা
লালন কয় এই ভুবনে।।
বাড়িয়ে দাও – অনুপম রায়
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কক্ষনো ফুরায় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন, কৃষ্ণচূড়ার আলো…
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড়,বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।
এখন, কৃষ্ণচূড়ার আলো…
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
# ছবি/অ্যালবামের নাম : চলো পাল্টাই # গানের নাম : বাড়িয়ে দাও # কন্ঠ শিল্পী : অনুপম রায়
হোক কলোরব – অর্ণব
ফুলগুলো সব,
লাল না হয়ে নীল হলো ক্যান?
অসম্ভবে
কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?
এসব কথা,
তাল না হয়ে তিল হলো ক্যান?
কুয়োর তলে,
ভীষন জলে
খাল না হয়ে ঝিল হলো ক্যান ধুত্তুরি ছাই,
মাছগুলো তাই
ফুল না হয়ে চিল হলো ক্যান? হোক কলোরব,
ফুলগুলো সব,
লাল না হয়ে নীল হলো ক্যান?
অসম্ভবে
কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?" পৃথিবীটা
ঘুরছে যেটা
গ্রীন না হয়ে গ্রে হলো ক্যান?
ছোট্ট মাথা
ভীষন ব্যাথা
তবুও আজও ছিড়লো না ক্যান?
Google Plus Keyboard Shortcuts
Formatting Text in Google Plus
Key | Action |
---|---|
* | Use the * symbol to denote the beginning and end of bold text- *This would appear bold in Google+* |
_ | Use the _ symbol to denote the beginning and end of italics text– _This would appear in italics in Google+_ |
– | Use the – symbol to denote the beginning and end of |
ভালোবাসা হারাবার জিনিস নয় – -নির্মলেন্দু গুন
ভালোবাসা হারাবার জিনিস নয়
ভালোবাসা হারাবার জিনিস নয়।
ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো,
সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে ।
ভালোবাসা শিশির বিন্দুর মতো মিশে থাকে ঘাসের ডগায়।
জলের জন্য আছে সমুদ্র, বাষ্পের জন্য আছে আকাশ;
… ভালোবাসার পৃথক পৃথিবী আছে, আছে আলাদা জগৎ–,
সেখানে প্রতিটি ভালোবাসা জমা হয়, জড় হয়,
মৃত মানুষের আত্মা যেরকম, রুহু যেরকম ।
মানুষ -নির্মলেন্দু গুন
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো।
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে।
চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো,
বাবা থাকতো, বোন থাকতো,
ভালবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো।
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে-থাকাটা আর হতো না।
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি।
আজ এই আকাশ কালো হয়ে
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে
মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো
তুই ছিলিনা যখন
মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো
তুই ছিলিনা যখন
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে
আজ এই আকাশ কাল হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে
বড় একা আমি নিজের ছায়ার মত শুন্যতার মত দীর্ঘশ্বাসের মত নিঃসঙ্গ বৃক্ষের মত নির্জন নদীর মত বিচ্ছিন্ন দ্বীপের মত মৌন পাহাড়ের মত আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত বড় একা আমি বড় একা
মেঘে মেঘে কত বেলা
কেটে যায় শুধু বিষাদের বেলা
তুই ছাড়া একা একা
দিন কাটেনা
স্মৃতিরও ছায়ায়
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে …
Noyono Tomare Pay Na Dekhite by Ornob lyrics
royeso noyone noyone
hridoyo tomare pay na janite
hridoye royeso gopone
royeso noyone noyone
bashonar boshe mono obiroto
dhay roshoni shei pagolero moto
stiro akhi tumi porome shototo
jagicho shoyone shopone
royeso noyone noyone
noyono tomare pay na dekhite
royeso noyone noyone
shobai chereche nai jar keuho
tumi acho tar ache tobo sneho
nirasroyo jonomo potho jaro keho
sheo ache tobo vobone(2)
tumi sara keho shathi nai ar
shomukhe ononto jibono bistar
kal parapar koriteso par
keho nahi jane kemone
royeso noyone noyone
noyono tomare pay na dekhite
royeso noyone noyone
jani shudhu tumi acho tai achi
tumi pranomoy tai ami bachi
joto pai tomay aro toto jachi
joto jani toto janine (2)
jani ami tomay pabo nirontor
lok lokantore jugo jugantore
tumi ar ami majhe keho nai
kono badha nai vubone
royeso noyone noyone
noyono tomare pay na dekhite
royeso noyone noyone
hridoyo tomare pay na janite
hridoye royeso gopone
royeso noyone noyone
noyono tomare pay na dekhite
royeso noyone noyone
I’ll Be Your Light…
And if the storm
Blows through our land
I’ll be your shelter
I’ll be your shelter
If you’ll be my light
If you’ll be my light
And if the world
Should fall to winter
I’ll be your warmth
I’ll be your warmth
If you’ll be my light
If you’ll be my light
And if the skies
Should cloud to darkness
I’ll be your sun
I’ll be your sun
If you’ll be my light
If you’ll be my light…