Archive
Posts Tagged ‘মাহাদী’
ভোরের শিশির – এলিটা ও মাহাদী
February 14, 2012
Leave a comment
আচ্ছা কখনো এমন যদি হয়. তুমি আছ আমি নেই, কি কি করবে তুমি?
আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোনদিন মুছে যাই|| তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও… কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে
ব্যাথা ভরা শুন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে|| নিঁকষ আঁধারে… আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে
আমি এই পৃথিবী হতে যদি কোনদিন মুছে যাই|| তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও… কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে
ব্যাথা ভরা শুন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে|| নিঁকষ আঁধারে… আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও…
আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে…
চলে যাব দূরে তোমার কাছে…
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও…
Categories: Song
Adit, এলিটা, এলিটা ও মাহাদী, ভোর, ভোরের শিশির, মাহাদী, শিশির, bangla song, Bhorer Shishir【Lyrics】, Elita, lyrics, Mahadi
আজ এই আকাশ কালো হয়ে
October 25, 2011
Leave a comment
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে
মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো
তুই ছিলিনা যখন
মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো
তুই ছিলিনা যখন
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে
আজ এই আকাশ কাল হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে
বড় একা আমি নিজের ছায়ার মত শুন্যতার মত দীর্ঘশ্বাসের মত নিঃসঙ্গ বৃক্ষের মত নির্জন নদীর মত বিচ্ছিন্ন দ্বীপের মত মৌন পাহাড়ের মত আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত বড় একা আমি বড় একা
মেঘে মেঘে কত বেলা
কেটে যায় শুধু বিষাদের বেলা
তুই ছাড়া একা একা
দিন কাটেনা
স্মৃতিরও ছায়ায়
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে …