Home > Uncategorized > Eid Mubarak – 2015 আর কিছু স্কুল/কলেজ জীবনের স্মৃতি!!!

Eid Mubarak – 2015 আর কিছু স্কুল/কলেজ জীবনের স্মৃতি!!!

এখন সবার কাছেই ঈদের মজা ভিন্ন ভিন্ন, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়… শুধু রয়ে যায় স্মৃতি!!!

আগে ঈদ মানে ছিল চাঁদ রাতেই Rumee​ বাসায় গিয়ে ছাদে উঠে গান শুনা আর অনেক রাত করে বাসায় ফেরা… কতই না স্মৃতি আছে ঐ বাসার ছাদে!!!

সকালের খাবারটা রুমির বাসায় অলিখিত ভাবে ফিক্সড করা! খাবার শেষে রাস্তায় আড্ডা দেয়া আর মেয়ে দেখা! ঈদের দিনে বেশি করে সাজুগুজু করে তো!

আর দুপুর বেলা বেশিরভাগ বন্ধুই নিজেদের বাসায় খাবার খেলেও রোজার ঈদে আমার জন্য Mishu​ র বাসায় খাবার ছিল বরাদ্দ আর সাথে অন্যরাও থাকত…

এখন রুমি আর মিশু দুইজনই সময়ের আর কাজের তাগিদে রাজধানীবাসি… সবাই এখন বড় হয়েছি, সব প্রায়ই বন্ধুরাই বিবাহিত আর অনেকেই বাচ্চা কাচ্চার বাবা, আগে পরিবারকে সময় দিয়ে তার পরে বন্ধুদের কথা, তাই এখন আর আড্ডা আগের মত জমে না, আর সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতা বদল হয়েছে, এসেছে জীবনধারায় পরিবর্তন!!!

এই ঈদ নিয়ে রয়েছে কতই না স্মৃতি… আর এখন বড় হবার সাথে সাথে সব কিছুর মানে পাল্টে গিয়েছে, এসেছে অনেক দায়িত্ব…

আমি স্কুল/কলেজ জীবনের ঈদকে বড় বেশি মিস করি… 😦

সবাইকে ঈদ মুবারক!!!

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment