Archive

Posts Tagged ‘humayun ahmed’

অকৃত্রিম ভালবাসার জয়…

একবার কাজীর কাছে এক ছোট বাচ্চা নিয়ে হাজির হলো দুই মহিলা। দুইজনেই দাবী করছে বাচ্চা তার, সেই আসল মা। কাজী পড়লেন বিপদে তিনি কিভাবে নির্ধারণ করবেন কে আসল মা। শেষে এক বুদ্ধি আটলেন। ডাকলেন জল্লাদকে। বললেন বাচ্চাটাকে দু’ভাগ করে দুই মহিলাকে দিয়ে দিতে। এই কথা শুনে এক মহিলা যুকরে কেঁদে উঠলেন। আর্তনাদ করে বললেন তার বাচ্চা লাগবে না। ঐ মহিলাই বাচ্চাটা নিক, তবুও বাচ্চাটা বেঁচে থাক। কাজী বুঝলেন এই হলো আসল মা। 

 

লেখক হুমায়ূন আহমেদ এর দাফন নিয়ে যে বেহুদা নাটক হলো তার বর্তমান স্ত্রী শাওন আর আগের ঘরের সন্তানদের মাঝে এবং শেষ পর্যন্ত শাওনের ইচ্ছারই জয় হলো – আমরা বেহুদা পাবলিক কিন্তু বুঝতে পারলাম কে বা কারা তার আসল সুহৃদ।

 

নোভা, শিলা, বিপাশা আর নূহাস – জয় তোমাদেরই হয়েছে – অকৃত্রিম ভালবাসার জয়।।।

 

–collected

Categories: Thought Tags: , ,