Archive

Posts Tagged ‘women’

বিশ্ব নারী দিবসে কিছু কথা…

আমি সাধারনত তেমন কিছু লিখতে পারি না বলেই চলে… লিখতে গেলে আমার হয় কলমের কালি শেষ হয়ে যায় অথবা আমি কি লিখব তা কিছুই ভেবে ঠিক করতে পারি না… কিছুই ঘুছিয়ে লিখতে পারি না আমি!!! তবুও আজ কেন জানি লিখার দুঃসহ প্রচেষ্টা করতেছি জানি না!!!

আজকে বিশ্ব নারী দিবস!!! সকল নারীদের প্রতি শ্রদ্ধা… কিন্তু নারী আর পুরুষ যদি সমানই হয় তাইলে পুরুষ দিবস কবে??? বলতে পারেন কি কোন সহৃদয়বান??? কেন এই ভিন্নতা!!! নাকি বাকি ৩৬৪ দিনই পুরুষ দিবস!!! :-S এটা কি পুরুষ শাসিত সমাজের নারীদের প্রতি সামান্য সমবেদনা নাকি তাদের কে একটু খুসি করার চেষ্টা!!!


আপনারা যে যাই বলুন না কেন, আমি সকল ধরনের “দিবসের” বিপক্ষে… হউক সে ভালবাসা দিবস, মা দিবস কিংবা বাবা দিবস!!! এই গুলো আসলে বহুজাতিক কিছু প্রতিষ্ঠানের বানিজ্য নির্ভর পরিকল্পনা যাতে তাদের কিছু লাভ হয় আর কি!!! এটা আমার নিছকই ব্যক্তিগত মতামত…
Categories: Thought Tags: , ,